এ তথ্য দুটির কোনটি-ই যুক্তি গ্রাহ্য নয়। যে তথ্যটি সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য তা হচ্ছে এ অঞ্চলে প্রথম যখন মানব বসতি শুরু হয় তখন এখানে নদী নালা, খাল-বিল, হাওরের সংখ্যা ছিল অনেক। হিংস্র জীবজন্তু হতে রক্ষার জন্য জনগণ তাদের বাড়ীর দিকে উঁচু প্রাচীর তুলে দিত খন । তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অনেক বড় বড় জমিদার বাড়ী গড়ে উঠেছিল। কোন মানব দল এ অঞ্চলে বাস করতে আসলে তাদের যে কোন একটি বাড়ীর অন্তর্ভুক্ত হতে হত।
গোড় দৌড় প্রতিযোগীতা:
তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পারুলী গ্রামের লোকজন প্রতি বছর গোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। উল্লেখিত প্রতিযোগিতা আগত লোকজন বিভিন্ন এলাকার গোড়া সমৃদ্ধ গৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
বিখ্যাত ষাড়ের লড়াই:
তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের গ্রামে প্রতি বছর ষাড়ের লড়াই আয়োজন করা হয়। এতে পুরো এলাকাসহ আসপাশের অনেক এলাকার লোকজন অত্যন্ত মনোমুগদ্ধকর ভাবে এই ষাড়ের লড়াই দেখে থাকেন । এটি এলাকার মানুষের জন্য অনেক বড় একটি মিলন মেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS