Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তারাকান্দা উপজেলার পটভূমি

 ষষ্ঠথেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এখানে মানুষের বসবাস বাড়তে থাকে এবং এ সময় এ এলাকায় একটি সভ্যতা গড়ে ওঠার প্রমাণ পাওয়া যায়। ১৮৬৫ সালের পূর্ব পর্যন্ত ময়মনসিংহ ছিল ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত। । পাকিস্তান আমলে ময়মনসিংহ জেলা ১টি জেলা বিভক্ত ছিল।

স্বাধীনতার পর ১৮৮০ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার উক্ত ৫টি মহকুমাজেলায় উন্নীত হয় এবং পুনর্গঠিত হয় ময়মনসিংহ জেলা।যথা : ময়মনসিংহ, জামালপুর, শেরপুর , নেত্রকোনা, কিশোরগঞ্জ ময়মনসিংহ জেলার আওতাধীন ছিলো তারাকান্দা উপজেলা। পুনর্গঠিত ময়মনসিংহ জেলায় তখন ১২ টি থানা (প্রশাসনিক ইউনিট অর্থে, পুলিশস্টেশন অর্থে নয়) ছিল। বলা বাহুল্যযে প্রতিটি প্রশাসনিক থানায় প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি উন্নয়ন কার্যক্রম তদারক, সমন্বয় ও বাসত্মবায়ন করতেন সার্কেল অফিসার (উন্নয়ন)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বর্তমান ময়মনসিংহ  জেলায় ১৩ টি উপজেলা রয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতিমালার আওতায় সর্বশেষ সৃষ্ট উপজেলা তারাকান্দা উপজেলা।

২০১২সালে সকল প্রশাসনিক থানাকে ‘মানোন্নীত’ (Upgraded Thana) করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১২ সনের ১ জানুয়ারী স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন) অধ্যাদেশবলে সকল প্রশাসনিক থানাকে (মানোন্নীত থানা) ‘উপজেলা’ নামকরণ করা হয়। এ প্রক্রিয়ায়২০১২ সালের তারাকান্দা ‘উপজেলা’ হিসেবে নামান্তরিত হয়। বর্তমানে ১০ ইউনিয়ন নিয়ে তারাকান্দা উপজেলা।